বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ববিন পেশায় সাংবাদিক হলেও তার আরেকটি বড় পরিচয় রয়েছে—তিনি একজন গায়ক। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় চৌকস সংবাদ পরিবেশনের জন্য ববিন ইতিমধ্যেই ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তবে সম্প্রতি তার গাওয়া গান শ্রোতাদের মন জয় করেছে।
সহকর্মী সাংবাদিকরা জানান, দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন ববিন। পাশাপাশি অবসরে তিনি গান করেন। তার কণ্ঠে আবেগ, সুর ও মাধুর্য শ্রোতাদের মুগ্ধ করে।
এ প্রসঙ্গে আব্দুর রহমান ববিন বলেন, “সাংবাদিকতা আমার পেশা, তবে গান আমার নেশা। কাজের ফাঁকে গান করি, আর সেটাই আমাকে মানসিক প্রশান্তি দেয়।”
তার গান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ইতিবাচক মন্তব্য করছেন। সাংবাদিক থেকে গায়ক হয়ে উঠা এই তরুণ ইতিমধ্যেই তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন।