শিরোনাম
সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে গায়েবানা জানাজা পড়লেন চুয়েটের শিক্ষার্থীরা বাবার ‘আদেশে’ এক ভাইয়ের চোখ তুলে নিলেন অপর দুই ভাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম: ফজলুর রহমান নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষকের স্ত্রী নিহত, স্বামী আহত ডিসি মাসুদের বিরুদ্ধে প্রকৌশল শিক্ষার্থীকে গলা টিপে ধরার অভিযোগ আবরার ফাইয়াজের ১ হাজার ১ টাকায় মসজিদ ও মন্দিরকে জমি দিল সরকার প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ডিসিসহ বেশ কয়েকজন আহত রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত যুবকও ‘জুলাই যোদ্ধার’ তালিকায়
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

দিনাজপুরে ইউক্যালিপটাস-আকাশমণি চারা উৎপাদন- বিপণন বন্ধে আলোচনা সভা

ভুবন সেন, দিনাজপুর / ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর হওয়ায় এ গাছের চারা উৎপাদন ও বিপণন বন্ধে নার্সারী মালিকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে দিনাজপুর প্রেসক্লাবে এ সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

বেলার রাজশাহী – রংপুর বিভাগের সমন্বয়কারী তন্ময় কুমার সান্নালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিভাগীয় বন সংরক্ষক নুরুনাহার, পরিবেশ অধিদপ্তর পরিদর্শক প্রভাতী রানী

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইউক্যালিপটাস ও আকাশমণি দ্রুত বর্ধনশীল হলেও মাটির উর্বরতা নষ্ট করে, ভূগর্ভস্থ পানির স্তর কমিয়ে আনে এবং কৃষিজ ফসলের ক্ষতি করে। ফলে এসব গাছ পরিবেশ ও কৃষি উভয়ের জন্য হুমকি স্বরূপ। বক্তারা নার্সারী মালিকদের এসব চারা উৎপাদন থেকে বিরত থেকে পরিবেশবান্ধব ও দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা উৎপাদনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পরিবেশবিদ, সাংবাদিক, শিক্ষক, নার্সারী মালিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা আরও জানান, টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার স্বার্থে নীতিমালা প্রণয়নের মাধ্যমে ইউক্যালিপটাস ও আকাশমণি চারা উৎপাদন পুরোপুরি বন্ধ করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ