শিরোনাম
মনিটরে ছেলেকে গুলির ভিডিও দেখে কাঁদলেন আবু সাঈদের বাবা কুত্তার মতো পেটায়, এজন্য কি যুদ্ধ করেছিলাম’- আদালতে রিয়াদ পীরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়াড়ি আটক সরকারের ‘অকাল মৃত্যু’ হয়েছে দাবি করে গায়েবানা জানাজা পড়লেন চুয়েটের শিক্ষার্থীরা বাবার ‘আদেশে’ এক ভাইয়ের চোখ তুলে নিলেন অপর দুই ভাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম: ফজলুর রহমান নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষকের স্ত্রী নিহত, স্বামী আহত ডিসি মাসুদের বিরুদ্ধে প্রকৌশল শিক্ষার্থীকে গলা টিপে ধরার অভিযোগ আবরার ফাইয়াজের ১ হাজার ১ টাকায় মসজিদ ও মন্দিরকে জমি দিল সরকার প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ডিসিসহ বেশ কয়েকজন আহত
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১:১১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে জাতীয় দলের সাবেক ফুটবলার মাদক মামলায় কারাগারে

স্থানীয় রিপোর্ট / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক মামলার মূল আসামির সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনূর্ধ্ব–১৫ দলের সাবেক খেলোয়াড় আশিকুর রহমান আশিক (২২) এবং তার সহযোগী আরিফ হোসেন বাঁধনকে (২৩) কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

এর আগে সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে তাদের ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ।

পুলিশ জানায়, পৌর শহরের বালিগাঁও এলাকার অ্যাডভান্স এলপিজি স্টেশনের পেছনে মাদক কারবারি আরমানকে ধরতে অভিযান চালানো হয়। এসময় তার দুই সহযোগী আশিক ও বাঁধনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে মূল আসামি আরমানকে আটক করা সম্ভব হয়নি।

আশিক পৌর শহরের বালিগাঁও মহল্লার মৃত খলিলুর রহমানের ছেলে এবং বাঁধন একই শহরের রঘুনাথপুর মহল্লার মকবুল হোসেনের ছেলে।

একসময় আশিক ছিলেন স্থানীয়দের গর্বের প্রতীক। জাতীয় দলের অনূর্ধ্ব–১৫ দলে খেলার সময় তিনি বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে গোল করেন। ২০১৯ সালে নেপালে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে তিনি দু’টি গোল করে আলোচনায় আসেন। সেই ম্যাচে বাংলাদেশ ৯–০ গোলে জয়লাভ করেছিল। আশিককে তখন দেশের সম্ভাবনাময় তরুণ ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হতো।

কিন্তু ধীরে ধীরে তিনি ফুটবল মাঠ থেকে সরে গিয়ে ভিন্ন পথে জড়িয়ে পড়েন। স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে আলোচিত মাদক কারবারি আরমানের সহযোগী হিসেবে কাজ করছেন।

এ প্রসঙ্গে ওসি তাজুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আটক আশিক ও বাঁধনকে মূল আসামির সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ