গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান ও অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অটো ভ্যানচালক। আজ মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা সদরের চাম্পাটুলি গ্রামের নবাব আলীর ছেলে রকি মিয়া (৩০), একই এলাকার মোনসের আলীর ছেলে হামিদুল ইসলাম। তারা ইটভাটায় কাজ করতেন বলে জানা গেছে। এছাড়া আহত ভ্যানচালক রবিউল ইসলাম একই এলাকার আব্দুল বাকি মিয়ার ছেলে।
এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, রংপুর থেকে একটি কাভার্ড ভ্যান ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এসময় একটি অটো ভ্যান উল্টো পথে আসছিল। পথে ঢাকা-রংপুর মহাসড়কের পান্তাপাড়া নামক স্থানে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, অটো ভ্যানকে ধাক্কা দিয়ে কাভার্ড ভ্যানটি দ্রুত পালিয়ে যায়।