ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক কামরুল হাসান মামুন বলেছেন, ‘যেই হারে মেধাবীরা দেশ ছাড়ছে, এই দেশের কোন ভবিষৎ দেখি না’।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
প্রতি বছর বুয়েট থেকে হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হলেও দেশে দক্ষ প্রকৌশলী নেই। এটি লজ্জার বিষয়—মুহাম্মদ ফাওজুল কবিরের এই বক্তব্যকে উদ্দেশ্য করে ঢাবির এ অধ্যাপক লেখেন, ‘আমি জানি না, উনি জানেন কিনা; প্রতি বছর বুয়েট থেকে কত শিক্ষার্থী বিদেশে যাচ্ছে। কত শিক্ষার্থী আমেরিকার বিখ্যাত টপ র্যাংকিং বিশ্ববিদ্যালয় যেমন ক্যালটেক, স্ট্যানফোর্ড এর মত বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হচ্ছে। এছাড়া বিশ্বের সেরা সেরা কোম্পানিতে অত্যন্ত সুনামের সাথে চাকরি করছে।’
অধ্যাপক কামরুল হাসান মামুন জানান, ‘আপনারা সত্যিকারের প্রকৌশলীদের দেশের জন্য ধরে রাখতে পারছেন না। যারা থাকছে তারা প্রকৌশলী পেশা পরিবর্তন করে বিসিএস ক্যাডারে ঢুকছে। বিসিএস টেকনিক্যাল ক্যাডারে ঢুকলে শুধু প্রকৌশলী না ডাক্তার শিক্ষকদের জীবন কতটা বেদনাদায়ক একটু জেনে নেবেন। ভালো প্রকৌশলী, ডাক্তার ও অন্যান্য পেশায় যারা আছে কেউই এই দেশে থাকার স্বপ্ন দেখে না। কম মেধাবীরা বিশাল গাড়ি, ড্রাইভার, গাড়ির তেল, তোষামোদির তেল, ঘুষ দুর্নীতির সুবিধা সব পায়। এইগুলো নিয়ে ভাবেন। দেশটাকে মেধাবীদের জন্য বানান প্লিজ। যেই হারে মেধাবীরা দেশ ছাড়ছে এই দেশের কোন ভবিষৎ দেখি না। রক্ত শূন্যতার মত দেশ মেধা শূন্যতায় ভুগছে।’