শিরোনাম
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম: ফজলুর রহমান নীলফামারীতে সড়ক দুর্ঘটনা: প্রধান শিক্ষকের স্ত্রী নিহত, স্বামী আহত ডিসি মাসুদের বিরুদ্ধে প্রকৌশল শিক্ষার্থীকে গলা টিপে ধরার অভিযোগ আবরার ফাইয়াজের ১ হাজার ১ টাকায় মসজিদ ও মন্দিরকে জমি দিল সরকার প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ডিসিসহ বেশ কয়েকজন আহত রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত যুবকও ‘জুলাই যোদ্ধার’ তালিকায় কাউনিয়ায় ফলের দাম বেশি, কমেছে বিক্রি : হতাশায় ব্যবসায়ীরা সাংবাদিক থেকে গায়ক: আব্দুর রহমান ববিনের সুরের জাদু
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

গ্রাম পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে দিল ট্রাফিক পুলিশ!

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বগুড়ায় ট্রাফিক পুলিশের অমানবিক আচরণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন জেলার গ্রাম পুলিশ সদস্যরা। হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অভিযোগে গ্রাম পুলিশ সদস্যের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি প্রকাশ্যে গালিগালাজ ও ইউনিফর্ম ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বগুড়া শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শতাধিক গ্রাম পুলিশ সদস্য।

সোমবার দুপুরে শহরের কেন্দ্রস্থলে দায়িত্ব পালনকালে গ্রাম পুলিশ সদস্য আতিকুর রহমানকে থামান ট্রাফিক পুলিশ আলমগীর হোসেন। পরে ঘটনাস্থলেই জরিমানা আদায় করে অপমানজনক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনায় ক্ষুব্ধ গ্রাম পুলিশ সদস্যরা সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া এক সদস্য বলেন, “আমরা গ্রামে গ্রামে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছি, অথচ এমন অপমান সহ্য করতে হচ্ছে। প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।”

এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক এ ঘটনাকে “বাহিনীর প্রতি অবমাননা” আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। জেলা গ্রাম পুলিশ ইউনিয়নের সভাপতি বলেন, “এটি শুধু একজনের নয়, পুরো বাহিনীর প্রতি অন্যায়। দোষী কর্মকর্তার দ্রুত শাস্তি না হলে আন্দোলন আরও তীব্র হবে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশ আলমগীর হোসেন মন্তব্য করতে রাজি হননি।

এদিকে ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে এমন আচরণ প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ