বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ বাজার হতে সুখানপুকুর যাওয়ার একমাত্র সড়কে চলাচলে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সম্প্রতি নির্মিত একটি ব্রিজের দু’পাশের সংযোগ সড়ক ভেঙে পড়ায় এ দুরবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুরুজ বাজারের পশ্চিম পার্শ্বে প্রায় তিন মাস আগে একটি ছোট ব্রিজ নির্মাণ করা হয়। তবে নির্মাণের অল্প সময়ের মধ্যেই ব্রিজের দু’পাশের সড়ক ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিন শত শত মানুষ চরম ভোগান্তি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
পথচারী ও ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, নিম্নমানের কাজের কারণেই ব্রিজের দু’পাশের রাস্তা অল্প সময়েই ভেঙে গেছে। এতে এলাকাবাসীর একমাত্র যোগাযোগের সড়কটি ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য পরিবহনে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার এবং টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।