র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ২৫/০৮/২০২৫ তারিখ রাত ১০.৩০ ঘটিকার সময় র্যাব-১৩, রংপুর, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার সদর থানাধীন গাছবাড়ী সাকিনস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর মেইন গেইট সংলগ্ন পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালে ধৃত আসামি’দ্বয়ের দেহ তল্লাশী করে তাদের সাথে থাকা প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত ২৫ (পঁচিশ) বোতল বিদেশী মদ উদ্ধার ও একটি সিএনজি জব্দসহ আসামি ১। মোঃ কামরুদ্দিন @ কামু (৩৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-পুরাতন বাবুপাড়া, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী এবং ২। মোঃ মজনু ইসলাম (৩৯), পিতা- মৃত আব্দুর রহমান, সাং-সুবড়া, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।