শিরোনাম
শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত যুবকও ‘জুলাই যোদ্ধার’ তালিকায় কাউনিয়ায় ফলের দাম বেশি, কমেছে বিক্রি : হতাশায় ব্যবসায়ীরা সাংবাদিক থেকে গায়ক: আব্দুর রহমান ববিনের সুরের জাদু ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম ৩ দফা দাবিতে যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নজরুল বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত দিনাজপুরে বরকে পাশের ঘরে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা দিনাজপুরে ইউক্যালিপটাস-আকাশমণি চারা উৎপাদন- বিপণন বন্ধে আলোচনা সভা পঞ্চগড়ের দেবীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ : সমাজকল্যাণ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট / ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। তিনি বলেন, ‘আমি যখন এ কথাটা বলি তখন অনেকে কষ্ট পান। কারণ আমি সরকারেরই অংশ। তবে সত্যটা যদি স্বীকার না করি, তাহলে আমরা শুধরাব কী করে?’

সোমবার (২৫ আগস্ট) বগুড়ায় নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা শীর্ষক বেসরকারি সংস্থার নেওয়া একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।

স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।

উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ বড্ড বেশি রাজনীতি দ্বারা পরিচালিত এবং জর্জরিত। যারা ক্ষমতায় আসেন তারা দেশের মঙ্গল চাইলেও, যারা তার প্রতিদ্বন্দ্বী, তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়।’

দেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেককিছু প্রত্যাশা করে উল্লেখ করে বলেন, ‘এক ধরনের রাজনীতিতে দেশটা আমাদের খণ্ড-বিখণ্ড হয়ে গেছে।

তাই মানুষ আমাদের কাছে মিনতি করে।’ তিনি বলেন, ‘আপনারা থাকতে থাকতে করে দিয়ে যান। এরপরে তো হবে না।’

শারমীন এস মুরশিদ বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের যত্নসহকারে পরিচর্যা করার আহ্বান জানিয়ে বলেন, ‘এদের দুঃসাহস-তারা মরণকেও ভয় পায় না, জীবনকেও ভয় পায় না।

এ রকম একটি প্রজন্মকে নিয়ে অসাধ্য সাধন করা যায় এবং সেই স্বপ্নটাই আমাদের তাদেরকে দেখানো এবং তাদেরকে সেই জায়গায় এগিয়ে নেওয়া উচিত।’

উপদেষ্টা একাত্তর এবং চব্বিশ প্রসঙ্গে বলেন, ‘আমি দুটোকেই দেখি আমার ন্যায্যতার আকাঙ্ক্ষা, আমার গণতন্ত্রের তৃষ্ণা এবং সমতার স্বপ্ন এবং বৈষম্যের নিষ্ঠুর হাত থেকে বাঁচার একটি চেষ্টা হিসেবে এবং আমরা সেই লড়াইটাই লড়ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ