শিরোনাম
কিশোরগঞ্জে ভিসা প্রতারকের বাড়ীতে অনশন মিঠাপুকুরে সেনাবাহিনীর অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেফতার ডিপ্লোমা প্রকৌশলীদের সাত দফা দাবি বাস্তবায়নে দাবিতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবীগঞ্জে ছাত্রদলের সভাপতি-সম্পাদকের স্বাক্ষর জাল করে কমিটি দেয়ার অভিযোগ সারাদেশে একযোগে ২৩০ বিচারককে বদলি রংপুর মেডিকেলের মর্গে ডাক্তার সেজে টাকা নেয়ার সময় দালাল গ্রেফতার মুক্তিযুদ্ধের ব্যাপারে কম্প্রোমাইজ করব না: ফজলুর রহমান পুলিশ সুপার, অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ৫২ পদে বদলি-পদায়ন ‘আমি শ্রেণীঘৃণার শিকার হলেও রুমিন ফারহানাসহ নারীদের প্রতি আমার অবস্থান স্পষ্ট’ খালেদা জিয়ার সঙ্গে আফ্রিদির বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

নীলফামারীর কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধি / ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ নাজির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনি।নাজির হোসেন সদর ইউনিয়নের যদুমনি এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

রবিবার (২৪ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন মুরসালুল জুমার। অভিযানকালে পুলিশও সেনাবাহিনীকে সহযোগিতা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নাজির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এতে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনি অভিযান চালিয়ে তাকে এক বোতল ফেন্সিডিলসহ আটক করেন। এতে তারসঙ্গে থাকা দুটি মোবাইল, একটি মোটরসাইকেল ও চারটি সিম উদ্ধার করা হয়।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নাজির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ