দিনাজপুরের আমবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। রবিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের উদ্দেশ্যে আসছিল। পথে আমবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জন আহত হন।
আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের চালক ঘুমন্ত অবস্থায় স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।