শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটুক্তি; বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ -আহত ৪  মিঠাপুকুরে প্রশাসন কর্তৃক ভুল দাগে বাড়িঘর উচ্ছেদ, গৃহহারাদের সংবাদ সম্মেলন ইসিতে নিজ দলের কর্মীদের ধাক্কা খেয়ে রুমিন ফারহানার ‘আক্ষেপ’ ভারত সীমান্তে আটক, সাঈদ হত্যা মামলার আসামী রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার আরিফ নির্বাচন অফিসে এনিসিপি নেতার সাথে রুমিন ফারহানার লোকের হাতাহাতি যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের ব্যবসা দেখভাল করেন যুবদল নেতা মাওলানা ভাসানী সেতুতে বৈদ্যুতিক তার চুরি: মামলা দায়ের, অন্ধকারে দুর্ভোগ বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও চার সমঝোতা স্মারক সই দুর্ভিক্ষ এলে উপদেষ্টারা হাঁস খেতে পারলেও জনগণ পারবে না: রিজভী
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

ফুটপাত দখলের ভিডিও ফাঁস: সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বগুড়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক সাংবাদিক। ফেসবুকে ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে নাগরিক টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি আব্দুর রহিম মন্ডলকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট শহরের পিডিবি রোড এলাকায় ফুটপাত দখল নিয়ে স্থানীয় কয়েকজন চায়ের দোকানদারের মধ্যে সংঘর্ষ হয়। সাংবাদিক আব্দুর রহিম ঘটনাটি ভিডিও করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে জেলা পুলিশ অভিযান চালিয়ে উক্ত এলাকা ফুটপাত দখলমুক্ত করে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত দোকানদার মিলন, ময়েন ও নাহিদ সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করতে থাকেন। অভিযোগ রয়েছে, তারা নিয়মিত গালিগালাজ ও ভয়ভীতি দেখাতে থাকেন। এর মধ্যে ২৩ আগস্ট রাত ৯টার দিকে নাগরিক টেলিভিশনের মেহেরুন্নেছা মার্কেটস্থ অফিস থেকে বের হয়ে পিডিবি রোডে পৌঁছালে তারা সাংবাদিক রহিম মন্ডলের পথরোধ করে। এ সময় অভিযুক্তরা হুমকি দিয়ে বলে, “তোর জন্য ফুটপাতে দোকান করতে পারছি না, তোকে মারতে দুই-তিন লাখ টাকা রাখছি, দরকার হলে খরচ করব।”

ঘটনার সময় উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীর মধ্যে শাহীন ও সুমন ছিলেন।

সাংবাদিক আব্দুর রহিম মন্ডল বলেন,

“আমি কেবল একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। এখন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় আছি। আমি প্রশাসনের কাছে দ্রুত আইনগত সহায়তা কামনা করছি।”

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ