পঞ্চগড় সদরে বালুবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেল চালক ও শিশুটির খালাতো ভাই শাকিল ইসলাম (২২) আহত হয়েছেন।
শনিবার (২৩শে আগস্ট) দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার বাজার-মিলনবাজার সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব একই ইউনিয়নের দোমনী অমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং দোমনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সাতমেরা ইউনিয়নের খেঁকিপাড়া এলাকা থেকে একটি দাওয়াতে অংশ নিয়ে খালাতো ভাই শাকিলের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল রাকিব। পথে লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বালুবাহী ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেলটির সাথে ট্রাকের সামনের অংশের ধাক্কা লাগে। এতে রাকিব সড়কের ওপর ছিটকে পড়ে এবং শাকিল রাস্তার পাশে ছিটকে যান। ঠিক তখনই ট্রাকটির সামনের চাকা রাকিবের শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিহত রাকিবের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।