নীলফামারীর কিশোরগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারী ডালিমের গ্রেফতার ও ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্দন করেছে সাধারণ শিক্ষার্থী, সচেতন মহল ও এলাকাবাসী।
শনিবার দুপুরে ডালিমের গ্রেফতার ও ফাঁসির দাবীতে সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং সচেতন মহলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নে চেংমারী সংলগ্ন হাজির হাটে এ মানববন্ধন হয়। পরে ফুসে উঠা এলাকাবাসী হাজির হাট হতে একটি বিক্ষোভ মিছিল বের করে কিশোরগঞ্জ বাজার হয়ে স্থানীয় প্রেস ক্লাবের সামন দিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে আবারো মানববন্ধন করে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) যুবায়ের ইবনে রুবেল, লাভলী বেগম, সমাজসেবক রফিক শাহ্, এলাকাবাসী আশরাফুল ইসলাম, দুলাল হোসেন, ইউনুছ আলী, ইলিয়াস বানু বেগমসহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে ধর্ষক ডালিমকে গ্রেফতার পূর্বক ফাঁসি দিতে হবে। যাতে আর কেউ এ রকম কাজে সাহস না পায়। আমরা আমাদের শিশুদের নিরাপত্তা চাই।
জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে মধ্য রাজিব সয়ার কাজীপাড়া গ্রামের ১১ বছরের একটি শিশু তার বোনের বাড়ি দুরাকুটি নান্নুর বাজার যাওয়ার জন্য চেংমারী ডাবল ব্রীজ সুইচ গেটের পূর্ব দিকে ২০০ গজ দূরে ক্যানেলের উপর পৌছে। এসময় হালকা বৃষ্টি পড়ায় রাস্তায় কেউ না থাকার সুবাদে মধ্য রাজিব চেংমারী গ্রামের মোঃ গুলের পুত্র ডালিম (৪০) ওই শিশুটির মুখ চেপে ধরে জোর পূর্বক ক্যানেলের পাশে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ডালিমের হাতে কামড় দিয়ে আত্মচিৎকার দিলে ডালিম দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শিশুটিকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানায়, ধর্ষণ ঘটনায় শুক্রবার একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।