লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ী ৯নং ওয়ার্ডের
সরকারি আশ্রয়ণ প্রকল্পের ১৫/১৬ টি পরিবার ও এলাকার একাধিক পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা ভূমিদস্যুর কবলে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, সরকারী আশ্রয়ন প্রকল্পে প্রবেশের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে কয়েকজন প্রভাবশালী দখল করে রেখেছেন। ফলে এ প্রকল্পের ১৫/১৬ টি পরিবার ছাড়াও স্হানীয় কয়েকজন পরিবার চলাচলে ভোগান্তিতে পড়েছেন।
অভিযোগে বলা হয়েছে, কাইয়ুম, আজম, আমিনুর ও ফজলুল মিস্ত্রি নামের চার ব্যক্তি রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে ব্যবহার করছেন। রাস্তায় চাষাবাদ করায় সেখানে বসবাসকারীরা পড়েছেন ভোগান্তিতে। তবে অভিযুক্তদের কেউ এ বিষয়ে আমাদের এ প্রতিনিধির সঙ্গে কথা বলতে রাজি হননি।
এদিকে এলাকাবাসীর দাবি, আশ্রয়ন প্রকল্পের রাস্তা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।