জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের টাকার বিনিময়ে কেনা যায়না এটা আওয়ামীলীগ ভাল করে জানতো এজন্য জামায়াতের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছিল।
শুক্রবার রংপুরের বদরগঞ্জ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে ইউনিয়ন,ওয়াড ও ইউনিট দায়িত্বশীলদের নিয়ে সমাবেশে একথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য এটিএম আজহারুল ইসলাম।
তিনি আরও বলেন, জুলাই আগষ্টের আন্দোলন শুধু মাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের জন্য হযনি দেশের রাজনীতির একটা গুনগত পরিবর্তন হতে হবে । তা নাহলে দেশে আবার হাসিনার মত সৈরাচার তৈরী হবে ।
এ টি এম আজহার বলেন, হাসিনা বলে ছিল আওয়ামীলীগ পালায়না অথচ তারা ভাত , মাছ রান্না করে না খেয়ে পালিয়েছে । সে যে দেশ থেকে এসছিল সেই ভারতে চলে গেছে । জামায়াতে ইসলামীর ওপর ১৭ বছর জুলুম , নির্জাতন , হত্যা ,গুম খুন ফাসি সহ আওয়ামীলগি সকল নির্যাতন চালিয়েছে। কিন্তু আমাদের একজন নেতা কর্মীও দেশ ছেড়ে পালায়নি।
তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় যাওয়ার জন্য দেশকে ভারতের হাতে তুলে দিয়ে ছিল । জাময়াত তার বিরোধিতা করেছিল, যার কারনে আওয়ামীলীগ জামায়াতের ওপর অকথ্য নির্যাতন চালিয়ে ছিল। তারপরও জামায়াতের নেতা কর্মী কমনি বরং বৃদ্ধি পেয়েছে । অত্যাচার করলে ইসলামী আন্দোলন বৃদ্ধি পায় কমে না ।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে জামায়াত ইসলামী সমাজ কয়েম করতে চায় ।
এ টি এম আজহারুল ইসলাম জামায়াতের দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন কালেমার দাওয়াত মানুষের ঘরে ঘলে পৌছে দিতে হবে । বাংলাদেশ জামায়াতে ইসলামী গনতন্ত্রে বিশ্বাস করে । আমরা মানুষকে আমাদের আদর্শের কথা বলব , সহযোগিতা করব ভাল আচরনের মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করব।