ঢাকা কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় বিনামূল্যে পানি, কলম, স্যালাইন বিতরণসহ তথ্য সহায়তা এবং ব্যাগ-মানিব্যাগ সংরক্ষণ সেবা দিয়েছে দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরবেলা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য তারা সার্বক্ষণিক সহায়তা প্রদান করছে।
দিনাজপুর জেলার শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠন প্রতিবছরের মতো এবারও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে আসা হাজারো শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
ঢাকা কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকায় তথ্যকেন্দ্র স্থাপন করে পরীক্ষার্থীদের আবাসন, যাতায়াত এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোসহ নানা সহযোগিতা দেওয়া হচ্ছে।
ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ও ১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. স্বাধীন সরকার বলেন, দিনাজপুর থেকে আগত শিক্ষার্থীদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করছি আমরা। প্রতিবছরের মতো এবারও বিনামূল্যে পানি, কলম, স্যালাইন বিতরণ, ব্যাগ রাখাসহ যাবতীয় সহযোগিতা দিচ্ছি।”
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা, ছাত্রনেতা মোজাম্মেল হক, সংগঠনের সাধারণ সম্পাদক সুজন, নাহিদ, ফাহিমসহ আরও অনেকে।
এ কার্যক্রমে সার্বিক ও অর্থনৈতিক সহযোগিতা করেছেন রেজা ইএনটি হাসপাতালের চেয়ারম্যান, নাক-কান-গলা বিশেষজ্ঞ এবং এন্ডোস্কোপিক ও মাইক্রোস্কোপিক সার্জন ডা. আবু রেজা এম. এ. চৌধুরী।