মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে কুইজ প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে উক্ত কুইজ প্রতিযোগিতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম, সদ্য বিদায়ী উপজেলা মৎস্য অফিসার মোকাররম হোসেন, কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম, সহকারী শিক্ষক সোহেল রানা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন,আমরা যদি সচেতন হই তাহলেই মাছের প্রজননে বিস্তার ঘটাতে পারি, অপরিপক্ক মাছ ধরা থেকে বিরত থাকতে হবে এবং মাছের অভয়ারণ্য তৈরি করতে হবে। সকলের সহযোগিতার ফলেই এটা করা সম্ভব।