বগুড়ার গাবতলী উপজেলায় ডাকাতির সময় এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের নিজদুর্গাহাটা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজিয়া বেগম (৭০), মৃত আব্দুল প্রামানিকের বাড়িতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা প্রবেশ করে। তারা প্রথমে রেজিয়া বেগমকে শ্বাসরোধে হত্যা করে এবং পরে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে দ্রুত পালিয়ে যায়।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুষ্কৃতিকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।”