রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত অটোচালক মানিক মিয়া হত্যা মামলায় এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা মিঠুন চৌধুরীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নগরীর হরিরামপুর নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। মিঠুন চৌধুরী দর্শনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ১৮ জুলাই রংপুর মহানগরীর মডার্ন মোড় এলাকায় পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নিহত হন অটো চালক মানিক মিয়া।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত মানিক মিয়ার মা নুরজাহান বেগম হত্যামামলা দায়ের করেন। ওই মামলায় ৫৭ নম্বর এজাহার নামীয় আসামি মিঠুন চৌধুরী। গত ৫ আগস্ট বিগত সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন তিনি। এ সময়, জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানান তিনি।