শিরোনাম
বাল্যবিবাহ করতে গিয়ে ৭ দিনের কারাদণ্ড পেল বর এই প্রজন্ম এরইমধ্যে ৭১-কে অতিক্রম করেছে: নাহিদ ইসলাম ঢাবির হল ছাত্রদলের কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী, তদন্তে কমিটি সাংবাদিককে প্রকাশ্যে খুন, এই পরিবেশে নির্বাচন অসম্ভব: ফারুক হাসান আ. লীগ বা ভারতের জন্য বাংলাদেশে দাঙ্গা হতে পারে : গয়েশ্বর হাত-পা ভাইঙা দিলেও ছেলেটারে জীবিত দেখবার পাইতাম’ রংপুরে ফার্নিচারের দোকানে ভয়াবহ আগুন, ১৫ লাখ টাকার ক্ষতির দাবি মালিকের নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো: তারেক রহমান টকশো করে লাখ টাকা আয় করেন, জানালেন হান্নান মাসউদ জিনের বাদশাহর ভণ্ডামি: মিঠাপুকুরে দুই দশক ধরে প্রতারণার সাম্রাজ্য, অলৌকিকতার নামে সর্বস্বান্ত অসংখ্য পরিবার
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হলে অক্টোবরে তফসিল : সিইসি

ডেস্ক নিউজ / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

জোরেশোরে ভোটের প্রস্তুতি শুরু করেছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চলতি বছরের জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় ইঙ্গিত দিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের টার্গেট ডিসেম্বরে জাতীয় নির্বাচন। সেই হিসাবে আমাদের প্রায় দুই মাস হাতে সময় রেখে তফসিল ঘোষণা করতে হবে।

আগামী জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব— স্থানীয় সরকার সংস্কার কমিশনের এই পর্যবেক্ষণের বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে জুনে সম্ভব। সেটি সম্ভব হবে যদি ১৬ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ৩৫ লাখ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করা হয়। কারণ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ হবে আগামী জুন মাসে।

স্থানীয় সরকার সংস্কার কমিশন যে বক্তব্য দিয়েছেন এটি তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলে সিইসি মনে করেন।

তিনি বলেন, ‘তারা বিজ্ঞ এবং জ্ঞানী লোকজন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এ নিয়ে একটি রাজনৈতিক বিতর্ক চলছে। নির্বাচন কমিশন তাতে জড়িত হতে চায় না।’

সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার করা দরকার, কমিশন সেই উদ্যোগ নিচ্ছে জানিয়ে নাসির উদ্দিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করতে কমিশন ন্যূনতম সংস্কারের প্রস্তাব পাঠাবে সরকারের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ