শিরোনাম
দেবীগঞ্জে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামায়াত কর্মী গ্রেফতার রংপুরে অটো চালক মানিক হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা মিঠুন জাককানইবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, লিখিত অভিযোগ দিলেন দুই নবীন বাংলাদেশ রাণীশংকৈল সীমান্তে বিজিবি’র হাতে ৪ বাংলাদেশী আটক পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায় থাকবে শেখ হাসিনার নাম রাণীশংকৈলে ইউপি সচিবের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল খানসামায় বিএনপি নেতা হত্যা: এজাহারে নতুন ৭ আসামি, মূল পরিকল্পনাকারী হিসেবে আহ্বায়কের নাম সাগর-রুনির ছেলে মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল তুলে দিলেন প্রধান উপদেষ্টা জামায়াতের শর্ত ও দাবি নিশ্চিত না করলে নির্বাচন হবে না : আযাদ নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে: তারেক রহমান
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

খানসামায় বিএনপি নেতা হত্যা: এজাহারে নতুন ৭ আসামি, মূল পরিকল্পনাকারী হিসেবে আহ্বায়কের নাম

ভুবন সেন, দিনাজপুর / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

দিনাজপুরের খানসামায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির নেতা শরীফ উদ্দিন সরকার হত্যা মামলায় নতুন করে সাতজনকে আসামি করা হয়েছে। মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক চৌধুরীকে হামলার পরিকল্পনার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রিয়াল আমলী (খানসামা), দিনাজপুর আদালতে নিহতের ছেলে ইশতিয়াক আহমেদ শুভ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

এটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ দেখা দিয়েছে। নতুন আসামিদের মধ্যে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহিদুজ্জামান শাহ্, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ্ ও ডা. গোলাম মোস্তফা, উপজেলা যুবদল নেতা নাজমুল ইসলাম, ভাবকি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. জলিল, বিএনপি কর্মী হাফিজুর রহমান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয়। গুরুতর আহত শরীফ উদ্দিন সরকার দুই সপ্তাহ চিকিৎসা শেষে ৬ আগস্ট মৃত্যু বরণ করেন। গত ২১ জুলাই নিহতের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ শুভ বাদী হয়ে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিহতের ছেলে ইশতিয়াক আহমেদ শুভ বলেন, “আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা চাই, যারা যারা এই ঘটনায় জড়িত তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের নাম জড়ানো হয়েছে। এই ঘটনার সাথে তাদের কোন রকম সম্পৃক্ততা নাই, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদের নাম জড়ানো হয়েছে।

খানসামা থানার ওসি নজমূল হক জানান, ‘এখনো আদালত থেকে এ সংক্রান্ত কাগজপত্র আমাদের হাতে পৌঁছেনি। কাগজপত্র পেলে অবশ্যই নির্দেশনা অনুযায়ী তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ