ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে বৃহস্পতিবার (২১ আগষ্ট) ৩ হাজার ১২০পিচ ইয়বাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।
বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে নেকমরদ এলাকা থেকে বালিয়াডাঙ্গী উপজেলার পিটাইছড়ি গ্রামের মকবুল হোসেনের পুত্র আশরাফুল ইসলাম(৩৬) কিসমত পলাশবাড়ি কবির হোসেনের পুত্র নুরজামাল (২৮) একই গ্রামের মতিউর রহমানের পুত্র রাজিব রানা (২২) দক্ষিণপাড়া গ্রামের দবিরুল হকের পুত্র মোতালেব হক (২২) কে মাদকসহ হাতেনাত গ্রেফতার করা হয়৷
এপ্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে মোতালেবের সহযোগিতায় পায়ু পথে মদক নিয়ে আসছিল। রাস্তায় পথরোধ করে তাদের আটক করা হয়েছে। এব্যাপারে রাণীশংকৈল থানায় মামলার প্রস্তুতি চলছে।