ঠাকুরগাঁওয়ে অটোরিকশাসহ নিখোঁজের পাঁচ দিন পর রাকিব ইসলাম (১৩) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর এলাকার একটি আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাকিব সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিনায়ারনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, রাকিব নিখোঁজ হওয়ার ঘটনায় অটোরিকশার কিছু সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেয়া তথ্যমতে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।