রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শালমারা হাজিরহাট গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।
জানা যায়, গতকাল বুধবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে শফিকুল ইসলাম কাজ শেষে ফিড মিল থেকে বাড়ি ফেরার পথে জায়গীরহাট মিঠাপুকুরের মধ্যবর্তী স্থানে এস এ ফিড কোম্পানির কাছে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনার ঘটে। এ সময় রংপুর থেকে বগুড়া গামী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের অজ্ঞাত চালক ও আরোহীও গুরুতর আহত হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বদরগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মরদেহেটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।