রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেড এর ৩৪ ইস্ট বেঙ্গল (মেক:) পীরগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার রাত ৯টা ৩০ মিনিট থেকে রাত ১২টা পর্যন্ত চলা অভিযানে, পীরগঞ্জ উপজেলার ১৩ নং রামনাথপুর ইউনিয়নের মাদার হাট বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে মোঃ আশিকুর রহমান হেলাল (৪৮) কে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত।
অভিযান চলাকালে তার কাছ থেকে উদ্ধার করা হয়- ইয়াবা ট্যাবলেট: ৩৫০ পিস, গাঁজা: ১৫ গ্রাম, মোবাইল ফোন: ২টি, ইয়াবা সেবনের প্রচুর সরঞ্জামাদি।
সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, আশিকুর রহমান হেলাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ থাকলেও গ্রেফতার এড়িয়ে গিয়েছিলেন।
বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়ার পর পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেনা কর্তৃপক্ষকে অবহিত করলে যৌথ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর ১৬ সদস্যের টহল দল এবং পুলিশের ৬ সদস্য অভিযানে অংশ নেন।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তীতে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।