দ্রুত সময়ের মধ্যে রংপুরে বিভাগীয় স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করবো, রংপুরে এসে এমন সব পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২০ আগস্ট) বিকেলে রংপুর স্টেডিয়ামে ‘৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর জমজমাট ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন।
আসিফ মাহমুদ আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে সরকার আরো বেশি করে খেলাধুলার আয়োজন করবে। তিনি বলেন, “দেশের প্রান্তিক পর্যায়ে মানুষের মাঝে খেলাধুলার প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে। আমরা এই আগ্রহকে শক্তিতে রূপান্তর করে সকল প্রকার খেলাধুলাকে সারাদেশে ছড়িয়ে দিতে চাই। উপজেলা পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ সৃষ্টি হচ্ছে।
তিনি প্রতিটি জেলায় এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের ওপর গুরুত্বারোপ করে বলেন, এর মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও খেলাধুলার প্রসার ঘটবে। একইসাথে তৃণমূল থেকে জাতীয় দলে খেলার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া সহজ হবে। তিনি স্থানীয় খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে নিয়মিত এমন প্রতিযোগিতার আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এর আগে, অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘৩৬ জুলাই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল অনুষ্ঠিত হয়। শিরোপা নির্ধারণী ম্যাচে গঙ্গাচড়া উপজেলা দল রংপুর সদর উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এদিন ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে রংপুর জেলা স্টেডিয়ামে দর্শকের ঢল নামে। রংপুর জেলার আটটি উপজেলা থেকে হাজার হাজার ক্রীড়ামোদী মানুষ ট্রাক, বাস, অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলে করে খেলা দেখতে আসেন। গত দুই দশকে রংপুর স্টেডিয়ামে এত বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি দেখা যায়নি বলে জানা যায়। দর্শকে পরিপূর্ণ গ্যালারিতে তিল ধারণের ঠাঁই ছিল না। মাঠে খেলোয়াড়দের নৈপুণ্যের সাথে সাথে দর্শকরাও করতালির মাধ্যমে এবং বাঁশি বাজিয়ে তাদের উৎসাহ জোগান। এসময় অনেক দর্শককে ‘রংপুর বিভাগীয় স্টেডিয়াম চাই’ এবং ‘বছরব্যাপী টুর্নামেন্ট চাই’ ’বিপিএল চাই রংপুরে’লেখা ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়।
খেলা শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিজয়ী গঙ্গাচড়া উপজেলা দল এবং রানার্সআপ রংপুর সদর উপজেলা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম এবং জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দিচ্ছেন উপদেষ্টা আসিফ