শিরোনাম
জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না দ্রুত সময়ের মধ্যে রংপুরে বিভাগীয় স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করবো: আসিফ মাহমুদ কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ৭২ শিক্ষার্থী ৬ শিক্ষক–কর্মচারী: নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে প্রশ্নবিদ্ধ নিয়োগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন: নীলফামারীর ঢাবিয়ান শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নীলফামারীতে বিএনপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনায় চেয়ারম্যান মাসুম আহমেদ এক দিনের রিমান্ডে হরিপুরে অর্থ আত্মসাধের অভিযোগ উঠেছে পি আই ও অফিস সহায়ক বিষ্ণুর বিরুদ্ধে  কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন: নীলফামারীর ঢাবিয়ান শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ

মো: রোমান কবির, প্রতিনিধি / ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫। দীর্ঘ দিন পর আয়োজিত এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত। আবাসিক হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে চলছে প্রচারণার জমজমাট আয়োজন।

এবারের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারীর শিক্ষার্থীরাও কেন্দ্রীয় ও হল সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছেন এবং সহপাঠীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।

কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাকারী নীলফামারীর শিক্ষার্থীরা

মো. সম্রাট ইসলাম (সেশন ২০১৯-২০), বিভাগ: দর্শন, উপজেলা: ডোমার — প্রার্থী কেন্দ্রীয় সংসদে জিএস পদে

মো. ফরহাদ হোসেন (সেশন ২০১৭-১৮), বিভাগ: সমাজবিজ্ঞান, উপজেলা: জলঢাকা — প্রার্থী কেন্দ্রীয় সংসদে এজিএস পদে।

মো. সজিব হোসেন (সেশন ২০২১-২২), বিভাগ: ফলিত গণিত, উপজেলা: ডোমার — প্রার্থী কেন্দ্রীয় সংসদে সমাজসেবা সম্পাদক পদে।

ফেরদৌস আলম (সেশন ২০২০-২১), বিভাগ: উদ্ভিদ বিজ্ঞান, উপজেলা: নীলফামারী সদর — প্রার্থী কেন্দ্রীয় সংসদে সদস্য পদে।

মো. লিলু (সেশন ২০২১-২২), বিভাগ: ব্যবস্থাপনা, উপজেলা: ডোমার — প্রার্থী কেন্দ্রীয় সংসদে সদস্য পদে

হল সংসদে প্রতিদ্বন্দ্বিতাকারী শিক্ষার্থীরা

রেদোয়ান ইসলাম, এজিএস পদপ্রার্থী — জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

শাহিনুর ইসলাম শাহিন, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী — জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

মো. রাকিব রহমান, সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী — শহীদ সার্জেন্ট জহুরুল হক হল

শাহারিন শিরিন, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী — কবি সুফিয়া কামাল হল

আব্দুল আহাদ, সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী — মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল

প্রচারণায় সরব শিক্ষার্থীরা

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সরব হয়ে উঠেছেন। সহপাঠীদের সঙ্গে মতবিনিময় সভা, ইশতিহারের লিফলেট বিতরণ ও বিভিন্ন সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে তারা সমর্থন চাইছেন। শিক্ষার্থীদের দাবি, নীলফামারীর শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ক্যাম্পাসের নির্বাচনী উত্তেজনাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

কেন্দ্রীয় সংসদে জিএস পদপ্রার্থী নীলফামারীর ডোমারের সম্রাট ইসলাম বলেন—

“আমি সীমান্তবর্তী জেলা নীলফামারীর সন্তান। আমাদের জেলার পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে, তখন নানা সমস্যার মুখোমুখি হয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি— তাদের সমস্যাগুলো দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। শুধু সমস্যা সমাধান নয়, আমি চাই তারা সাহসী, আত্মবিশ্বাসী এবং যোগ্য নেতৃত্বে পরিণত হোক।

তিনি আরও যোগ করেন—

ডাকসু হলো শিক্ষার্থীদের কণ্ঠস্বরের মঞ্চ। আমি যদি নির্বাচিত হই, তবে এই মঞ্চকে ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার কাজ করব। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী সমান সুযোগ ও মর্যাদা পাক। আমার লক্ষ্য হবে— শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা, তাদের স্বপ্নকে এগিয়ে নেওয়া এবং একটি গণতান্ত্রিক ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা করা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আশা, ডাকসু নির্বাচনের মাধ্যমে আবারও গণতান্ত্রিক চর্চার ঐতিহ্য নতুনভাবে প্রতিষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ