বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০আগস্ট) বিকেল ৪:০০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিঠাপুকুর ফ্লাইওভারের নিচে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড। পুরো উপজেলা জুড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ কে আজাদ শফিকুল,আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল মিঠাপুকুর উপজেলা শাখা। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রুবেল সাদী । প্রধান অতিথি ছিলেন অধ্যাপক গোলাম রব্বানী,সভাপতি মিঠাপুকুর বিএনপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোতাহারুল ইসলাম নিক্সন (পাইকার) সাধারণ সম্পাদক মিঠাপুকুর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিকনির্দেশনায় সংগঠনটি সর্বদা জনগণের পাশে থেকেছে এবং আগামীতেও থাকবে।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবক দলের পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে হবে। এজন্য সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে মাঠে থেকে জনগণের দুঃখ-দুর্দশার পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানটি সফল করতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায়ের কয়েকশত নেতাকর্মী নিরলসভাবে কাজ করেছেন। পুরো আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ।