বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই সভাপতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃত দুজন আপন দুই ভাই।
গ্রেফতারকৃতরা হলেন—রেজাউল ডাক্তার (৪৫), রামেশ্বরপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও পাচকাতুলী গ্রামের মৃত শাজাহান মণ্ডলের ছেলে এবং তাঁর ছোট ভাই এনামুল হক (৩০), রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই দীর্ঘদিন ধরে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতা ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার।