বগুড়ায় ধর্ষণের ঘটনার সংবাদ প্রকাশ করায় জুয়েল হাসান নামের এক সাংবাদিককে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তাঁর পরিবার।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক জুয়েল হাসান। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল ফক্স থার্ড আই-এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।
জিডি সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বগুড়া সদর উপজেলায় ৩ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। ওই ঘটনাটি নিয়ে জুয়েল হাসান তাঁর কর্মস্থল গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদন প্রকাশের পর থেকেই অজ্ঞাত নম্বর থেকে তাঁকে একাধিকবার ফোনে হুমকি দেওয়া হয়। সর্বশেষ তাঁকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
জিডিতে সাংবাদিক উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এমন হুমকির মুখোমুখি হওয়া তাঁর এবং তাঁর পরিবারের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ। তিনি আশঙ্কা করছেন, যে কোনো সময় তাঁদের ওপর হামলার ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাশির বলেন, “সাংবাদিকের করা জিডি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হুমকিদাতাদের শনাক্তে কাজ চলছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর।”