শিরোনাম
জামায়াত সরকার গঠন করলে কাউকে বোরকা পরতে বাধ্য করা হবে না দ্রুত সময়ের মধ্যে রংপুরে বিভাগীয় স্টেডিয়াম স্থাপনের উদ্যোগ গ্রহণ করবো: আসিফ মাহমুদ কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ৭২ শিক্ষার্থী ৬ শিক্ষক–কর্মচারী: নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলে প্রশ্নবিদ্ধ নিয়োগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন: নীলফামারীর ঢাবিয়ান শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নীলফামারীতে বিএনপি প্রার্থীর গাড়িতে হামলার ঘটনায় চেয়ারম্যান মাসুম আহমেদ এক দিনের রিমান্ডে হরিপুরে অর্থ আত্মসাধের অভিযোগ উঠেছে পি আই ও অফিস সহায়ক বিষ্ণুর বিরুদ্ধে  কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে গ্রেপ্তার ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

মিঠাপুকুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারে ৭০টি গরু বিতরণ

মোঃ সুলতান মারজান (হৃদয়), মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমানোন্নয়নে ৭০টি পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট) উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অফিসার ডা. আলতাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. শাকিল আহমেদ, মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম। মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল। এছাড়াও রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) মুলতামিস বিল্লাহ বলেন, “বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। গরু বিতরণ কর্মসূচি তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলবে এবং দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রাণিসম্পদ অফিসার ডা. আলতাব হোসেন বলেন, “গরু পালনের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলো দুধ ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে। পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হবে। আমাদের লক্ষ্য হলো তাদের টেকসই জীবিকায়ন নিশ্চিত করা।”

বিএনপি সভাপতি গোলাম রব্বানী এবং জামায়াত সেক্রেটারি শফিকুল ইসলাম বলেন, “রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগে আমরা সবসময় সহযোগিতা করব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ