রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন করছেন একদল শিক্ষার্থী। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে করা এই অনশনে সোমবার (১৮ আগস্ট) আরও এক শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। এ নিয়ে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এর মধ্যে দুই শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে ঘটনাস্থলে স্যালাইন দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, বেরোবির ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় আবু সাঈদের দুই ভাই সোমবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে দেখা করেছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের এক পোস্টে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদের ভাই রমজান আলী জানান, ‘ছাত্র সংসদ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশনরত আমার ছোট ভাই শহীদ আবু সাঈদের সহযোদ্ধা প্রতি আহ্বান। আপনারা এখন উঠে আসুন। আপনাদের এরকম কষ্ট দেখে আমরা বসে থাকতে পারিনি। তাই আমরা দুই ভাই এটা সমাধানের জন্য শিক্ষা উপদেষ্টা স্যারের কাছে আসি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে উক্ত সমস্যার সমাধান করার জন্য ইউজিসিকে নির্দেশনা দিয়েছেন। তাই আপনাদের প্রতি আহ্বান আপনারা উঠে আসুন দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে।
উল্লেখ্য যে, গত রোববার বেলা ১১টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর ফটকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০ শিক্ষার্থী অনশনে বসেন। তাদের অভিযোগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের বিষয়টি উল্লেখ নেই। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদ বাবদ ফি নেয়া হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছেন।