শিরোনাম
পিতৃত্বকালীন ছুটি দেওয়ার পরিকল্পনা, মানতে হবে ৩ শর্ত তিন বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী গ্রেফতার নকল ওষুধ বিক্রি করায় লাজফার্মাকে জরিমানা উপদেষ্টা আসিফের একার সিদ্ধান্তে প্রকল্পে ১২০০ কোটি টাকা বাড়ানো হয়েছে : পান্না জাতীয় পার্টি জিন্দা লাশ: শেখ হাসিনা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ দুই হাজার: পিনাকী ভট্টাচার্য কাউনিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন বগুড়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে বাবার হাতে মেয়ের ধর্ষণ, রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন ও এলাকাবাসীর মানববন্ধন। সাবেক বানিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারি লাভলু মিয়া কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন থেকে গ্রেফতার।
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:০২ অপরাহ্ন

মিঠাপুকুরে ৩৫ হাজার তালগাছ রোপণের কর্মসূচি উদ্বোধন! 

মোঃ সুলতান মারজান (হৃদয়) মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫নং বালারহাট ইউনিয়নে তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০:৩০ মিনিটে বালারহাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে এই কর্মসূচির সূচনা হয়।

ইউনিক যুব উন্নয়ন সংস্থা এবং ই-ইউ বালারহাট সামাজিক উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে এই মহৎ কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। এর প্রধান লক্ষ্য হলো পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সড়কের পাশে পথিকদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা।

আয়োজকরা জানান, মোট ৩৫ হাজার তালগাছ রোপণ করা হবে। এর মধ্যে ৭নং লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট বাসস্ট্যান্ড থেকে গোপালগঞ্জ ঘাট পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের দুই পাশ। এবং বালারহাট উচ্চ বিদ্যালয় থেকে গোপালগঞ্জ ঘাঘট নদীর পাড় পর্যন্ত এলাকা।

উদ্বোধনের দিনেই প্রায় ২ হাজার ৯৫০টি তালগাছ লাগানো হয়েছে। পুরো প্রকল্পের জন্য ৫০ লাখ টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বালারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু হাসনাত রতনের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো: জিল্লুর রহমানের পক্ষে উপজেলা ভূমি কর্মকর্তা মুলতামিস বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসার জনাব মোহাম্মদ সাইফুল আবেদীন এবং উপজেলা সমবায় অফিসার জনাবা মোছা: মাহফুজা বেগম।

এছাড়াও কর্মসূচির আর্থিক সহযোগিতা করেছেন মাইদুল ইসলাম রেভিন। ই.ইউ বালারহাট সমাজকল্যাণ সোসাইটির ৩১ জন সক্রিয় সদস্য এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে মোশাররফ হোসেন, সাঈদ আহমেদ, আজিজার রহমান, সাদিকুর ইসলাম (কল্লোল), এলামুল মন্ডল, আবুল কালাম আজাদ, আব্দুর রাজ্জাক এবং মাহফুজুর রহমান (মধু) উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা করছেন, এই তালগাছগুলো বড় হলে তা একটি টেকসই সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে এই অঞ্চলের পরিবেশ ও জনজীবনকে সুরক্ষিত রাখবে।

উপজেলা ভূমি কর্মকর্তা মুলতামিস বিল্লাহ জানান, এমন মহৎ উদ্যোগে সামিল হতে পেরে আমি নিজেকে গর্বিত বলে মনে করছি । আমি চাই মিঠাপুকুর তথা সারা বাংলাদেশে এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে দেশটিকে সবুজ শ্যামলে ভরে দেয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ