শিরোনাম
শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল বিএনপি-ছাত্রদল এবার ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে ৭৫ বছরের বৃদ্ধ দুই দশক পর বিটিভিতে ফিরতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি’ বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদন বাতিলের আহবান বগুড়ায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিমের অভিযানে ৬টি হাতবোমা উদ্ধার ও ধ্বংস র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদেশে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ হাতে পেলেন প্রধান উপদেষ্টা একদিকে ভারতের সর্বনাশ, আরেকদিকে বাংলাদেশের ‘পৌষ মাস’ মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার বগুড়ায় বিএনপি নেতার বাড়িতে প্রবাসীর স্ত্রীর বিয়ের দাবিতে অনশন
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

অভিনব কায়দায় ডাকাতি, বগুড়ায় র‍্যাবের জালে তিন আসামি গ্রেফতার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়ায় অভিনব কায়দায় সংঘটিত ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ভোরে ঢাকা থেকে গাইবান্ধা ও দিনাজপুরগামী একটি টাটা পিকআপে আসবাবপত্র বহন করার সময় ডাকাতরা পুলিশের সিগন্যাল লাইট ব্যবহার করে গাড়ি থামায়। ডিবি পুলিশ পরিচয়ে চালক ও হেলপারকে হাতকড়া পরিয়ে চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে তোলে। পরে তাদের ধনিয়াতলা এলাকায় ফেলে রেখে গাড়ি ও মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট রাত সোয়া চারটার দিকে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি বিশেষ দল সুলতানগঞ্জপাড়া এলাকা থেকে দুই ভাই সাব্বির পাশা শাওন (৩০) ও গোলাম মোস্তফা পাশা (৩৯)-কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই রাতে কাটনা পাড়া এলাকা থেকে আরেক আসামি মো. সুমন (২৫)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অপরাধ দমনে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ