বগুড়ায় অভিনব কায়দায় সংঘটিত ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১২।
র্যাব সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ভোরে ঢাকা থেকে গাইবান্ধা ও দিনাজপুরগামী একটি টাটা পিকআপে আসবাবপত্র বহন করার সময় ডাকাতরা পুলিশের সিগন্যাল লাইট ব্যবহার করে গাড়ি থামায়। ডিবি পুলিশ পরিচয়ে চালক ও হেলপারকে হাতকড়া পরিয়ে চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে তোলে। পরে তাদের ধনিয়াতলা এলাকায় ফেলে রেখে গাড়ি ও মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ আগস্ট রাত সোয়া চারটার দিকে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি বিশেষ দল সুলতানগঞ্জপাড়া এলাকা থেকে দুই ভাই সাব্বির পাশা শাওন (৩০) ও গোলাম মোস্তফা পাশা (৩৯)-কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই রাতে কাটনা পাড়া এলাকা থেকে আরেক আসামি মো. সুমন (২৫)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।