রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি, কমেছে দাম

মো: লুৎফর রহমান.হিলি (দিনাজপুর) / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে হিলি স্থলবন্দর দিয়ে ৫টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

এরই মধ্যে এ খবরে দু’দিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। দুই দিন আগে ৭৫ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬৫ টাকায়।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, প্রতিটি প্রতিষ্ঠান ৩০ টন করে আমদানির অনুমতি পেয়েছে। অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— সততা বাণিজ্যালয়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায়।

আমদানিকারক নুর ইসলাম বলেন, “৩০ টন করে অনুমতি খুবই সীমিত, যা একটি ভারতীয় ট্রাকের সমান। আগে ২ হাজার থেকে ৫ হাজার টন পর্যন্ত আইপি দেওয়া হতো।”

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, সর্বশেষ গত ৩ মার্চ এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ