বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের যুবক আলামিন হত্যার বিচারের দাবিতে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে।
রবিবার (১৭ আগস্ট) সকালে ওমরদীঘি এলাকায় নাটোর–বগুড়া মহাসড়ক অবরোধ করে শত শত গ্রামবাসী স্লোগান দিতে থাকেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, আলামিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এসময় এলাকাবাসীরা বলেন, “আমরা বিচার চাই, খুনিদের গ্রেপ্তার চাই। আলামিনের হত্যাকারীরা গ্রামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করছে না।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে। তবে পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “আলামিন হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।”