বগুড়ার শিবগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের টিম এ অভিযান চালায়। শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে রংপুর-ঢাকা মহাসড়কে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া যুবক হলেন-লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পূর্ব সারোডুবি ৯নং ওয়ার্ড এলাকার আমের আলীর ছেলে শামীম ইসলাম (২৫), তার কাছ থেকে একটি স্কুলব্যাগে রাখা ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
১৭ আগস্ট রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।