শিরোনাম
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:০০ অপরাহ্ন

আ.লীগ গত ১৫ বছর ধরে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে: রুমিন ফারহানা

রিপোটারের নাম / ৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ঢাকা থেকে চট্টগ্রামে জন্মাষ্টমী উদ্‌যাপন অনুষ্ঠানে এসে আওয়ামী লীগের নামে কড়া সমালোচনা করলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার দুপুরে আন্দরকিল্লার জেমসেন হলে জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল বিগত ১৫ বছর ধরে অসম্প্রদায়িকতার বুলি ছাপিয়ে গেলেও বাস্তবে সংখ্যালঘুদের সুরক্ষায় ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় নিপীড়নের শিকার হয়েছেন। কখনো ধর্মের ভিত্তিতে, কখনো জাতিগত কারণে। এসব ঘটনা আমরা উপেক্ষা করতে পারি নাই, আমরা ব্যথিত ও ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করি। কিন্তু ক্ষমতাসীনদের কানে সেই আহাজারি পৌঁছাতে বিশেষ সময় লেগে যায়।

তিনি বলেন, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, মানুষের হাহাকার-চিৎকার-কান্না আর ভয়। আমরা আগামীর বাংলাদেশ ধর্ম-বর্ণ সকলের দেখতে চাই। আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ নিয়ে প্রত্যাশা জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদ থাকবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ