শিরোনাম
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

বাথরুমে ঝুলছিল আট বছর বয়সী শিশুর লাশ, হতবাক পরিবার

ডেস্ক রিপোর্ট / ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

রাজধানীর গেন্ডারিয়া স্বামীবাগ এলাকায় আট বছরের এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আয়ুষ রুদ্র দাস।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে চারতলা ভবনের তৃতীয় তলায় পরিবারের ভাড়া বাসার বাথরুমে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের ভাষ্য, কীভাবে তার গলায় ফাঁস লাগল, তা তারা বুঝে উঠতে পারছেন না।

রুদ্র দাস কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দ্রাবাদ গ্রামের ইন্দ্রজিৎ দাসের ছেলে। স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে। দুই ভাইবোনের মধ্যে সে ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির বাবা ইন্দ্রজিৎ দাস জানান, দুপুরে ছেলেকে গোসল করতে বলেন তাঁর স্ত্রী। এরপর রুদ্র বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ কেটে গেলেও বাইরে না আসায় তাঁর মা ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ফেলা হয়। তখন দেখা যায়, বাথরুমের স্ট্যান্ডে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে রুদ্র। দ্রুত তাকে প্রথমে সালাউদ্দিন হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তে গেন্ডারিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ