ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলে গাঁজা সেবনরত অবস্থায় চার শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) বিকেলে হলের পুরাতন ভবনের ১০৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থীদের মধ্যে দুজন কবি জসিম উদ্দিন হলের, একজন সলিমুল্লাহ মুসলিম হল এবং একজন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। তারা সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এদিকে আটকদের জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ব্যাপারে সহকারী প্রক্টর ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী জানান, আমরা অভিযুক্ত ও অভিযোগকারী সবার সঙ্গে আলোচনা করেছি। তারা এক পর্যায়ে গাঁজা সেবনের বিষয়টি অস্বীকার করেছে। যেহেতু তারা প্রথম বর্ষের শিক্ষার্থী তাই মানবিক দিকটি বিবেচনা করে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমরা তাদের নজরে রাখবো। তাদের বিভাগের ওই তথ্যগুলো পাঠানো হবে। প্রয়োজন হলে আমরা অবশ্যই তাদের পরিবারকে জানাবো।