জাতীয় দলের সুযোগ না পেলেও মাত্র ২৩ বছর বয়সে ইংল্যান্ডে লেভেল–২ ক্রিকেট কোচিং কোর্স সম্পূর্ণ করলেন যুব বিশ্ব কাপ জয়ী অধিনায়ক আকবার৷
ইতোমধ্যেই হাতে ধরে এসেছে দেশে ক্রিকেটে একমাত্র সাফল্য বিশ্বকাপের ট্রফি। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের সাবেক অধিনায়ক ও যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার । জাতীয় দলে সুযোগ কম থাকায় এবার নিজেকে প্রমাণের জন্য কোচিং কে বেছে নিয়েছেন আকবর। সেই লক্ষ্যেই ইংল্যান্ডে সম্পন্ন করেছেন লেভেল–২ ক্রিকেট কোচিং কোর্স।
লেভেল–১ কোচিং হলো ক্রিকেট কোচিংয়ের প্রাথমিক ধাপ, যেখানে নতুনদের প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় টেকনিক্যাল জ্ঞান অর্জন করা যায়। সেই যোগ্যতা অর্জনের পরেই লেভেল–২ কোর্সে অংশ নেওয়া সম্ভব। লেভেল–২ মূলত কলেজ, যুব বা মধ্যম স্তরের খেলোয়াড়দের প্রশিক্ষণে দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়। এই কোর্সে থাকে ব্যবহারিক কর্মশালা, মূল্যায়ন এবং পরিকল্পনা, দক্ষতা অর্জন, শারীরিক বৃদ্ধি–পরিপক্বতা ও একজন কোচের ভূমিকাসহ নানা বিষয়ে বিস্তৃত পাঠ।
২০২০ সালের দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ তার নেতৃত্বেই জয়ের জয় করে বাংলাদেশ৷
তার নেতৃত্বে ওই সময়ের খেলা তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীরা জাতীয় দলের জার্সি গায়ে নিয়মিত পারফর্ম করে যাচ্ছে। এছাড়াও অভিষেক হয়েছে একাধিক ক্রিকেটারের৷তবে তেমন কোন সুযোগ পাননি তিনি, তাইতো নিজেকে প্ররমানের করা হয়নি তার৷
এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে যেমন নিজেকে উন্নতি করতে পারবে আকবার। ঠিক তেমনি আগামীতে কোচ হিসাবে নিজেকে উন্নতি করতে সাহায্য করবে এই কোর্স৷
বাংলাদেশ ক্রিকেটে ২৩ বছর বয়সেই খেলোয়াড়ি জীবনের পাশাপাশি কোচিংয়ে হাতেখড়ি নেওয়া আকবর আলী নিঃসন্দেহে ব্যতিক্রমী উদাহরণ৷ যা আগামী দিনে ক্রিকেটারদের কোচ হতে আগ্রহ যোগাবে।