বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী আজ।জাতীয়তাবাদী শক্তির অবিসংবাদিত এই নেত্রী ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চন্দনবাড়ির মেয়ে তৈয়বা মজুমদার আর পিতা ফেনীর ফুলগাজির ইস্কান্দার মজুমদার। দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজে পড়ার সময় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন।
শুক্রবার(১৫ আগস্ট) বিকাল ৪ টার সময় দলীয় কার্যালয়ে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, সাঃ সম্পাদক আফরোজা আক্তার, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান।
আরোও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম,নিতাই ইউনিয়নের সাঃ সম্পাদক জাকারিয়া সরকার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী,চাঁদখানা ইউনিয়নের সভাপতি বাবুল হোসেন, সাঃ সম্পাদক সাইফুজ্জামান রিয়ন,মাগুড়া ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, সাঃ সম্পাদক গোলাম মোস্তফা লাল,গাড়াগ্রাম ইউনিয়ের সভাপতি শহিদুল ইসলাম, সাঃ সম্পাদক রাজিউল ইসলাম,রনচন্ডী ইউনিয়নের সভাপতি বেলায়েত হোসেন বাদশা, সাঃ সম্পাদক মোসফেকুর রহমান জুয়েল,পুটিমারী ইউনিয়নের সভাপতি সোহেল রানা, সাঃ সম্পাদক আঃ মান্নান প্রমুখ।
উপজেলা বিএনপির সভাপতি, আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের নেত্রী নির্দেশনা দিয়েছেন যেন আমরা কেক না কাটি শুধু মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করি। তাই সারাদেশে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা এ দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমি বলতে চাই আল্লাহতালা যেন নেএীকে সুস্থতা দান করেন,নেক হায়াত দারাজ করেন আগামীতে যেন তিনি বিএনপি সরকার গঠন করতে পারলে দেখতে পারেন ও নির্দেশনা দিতে পারেন এ কামনাই করি।
পরিশেষে দোয়া পরিচালনা করেন ওলামা দলের সাবেক সাঃ সম্পাদক মাওলানা মিজানুর রহমান মানিক।