কাউনিয়ায় কচুরিপানা দিয়ে সেতুর মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হতে না পেরে ৩ টি দোলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে চাষীরা সময় মত আমন চারা রোপণ করতে না পেরে বিপাকে পড়েছে। এ খবর টি বিভিন্ন পত্রিকায় দেখার পর কাউনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কচুরিপানা পানা অপসারণের উদ্যোগ নেয়।
সাবেক প্রধানমন্ত্রী ও দেশ নেত্রী
বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে শুক্রবার (১৫ আগষ্ট) সকালে নিজপাড়া গাজীরহাট দোলায় সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি কচুরিপানা অপসারণ কাজের উদ্বোধন করেন। এ কাজে সহায়তা করেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী লিটন,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান মিয়া,সাধারণ সম্পাদক শাজাহান আলী, সমাজসেবক শহীদুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক শাহিনুর আলম,উপজেলা কৃষক দলের সভাপতি ডাঃ ফেরদৌস হাসান জনি, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ যে রাজেন্দ্র বাজার এলাকা থেকে শুরু করে মধ্যে সাপ খাওয়া দোলা, মধ্যে নিজপাড়া গ্রামের বৃষ্টির পানি বের হয়ে যায় গাজীরহাট জোরা দীঘির পুল, তালুকসাহাজ আটানী পুল ও সাপ খাওয়া দোলার পুলের ভিতর দিয়ে। বৃষ্টির পানির প্রবল স্রোতে কচুরিপানা ভেসে গিয়ে এতিনটি সেতুর মুখে আটকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পড়েছে। ফলে নিজপাড়া দোলা,সাপ খাওয়ার দোলা ও আটানী গিরাই দোলা, সহ তিন দোলায় প্রায় ৫০০ একর জমিতে আমন ধানের চারা রোপণ করতে পারছেনা কৃষকরা । ফলে এসব জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা।
এছাড়াও এ তিনটি দোলায় আইল বেঁধে মাছ চাষ,মাল্লি বেঁধে খড়া জাল বসিয়ে মাছ শিকার, জমির আইলে ডারকি বসানো,রিং জাল বসিয়ে মাছ নিধনের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে পরায় দোলার মধ্যে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়।