‘যদি হই রক্ত দাতা জয় করবো মামবতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবতা অসহায় মানুষের সেবা ও রোগীদের রক্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করে আসা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন আগামী দুই বছরের জন্য তাদের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে।
গতকাল (১৪ আগষ্ট) রাতে চেয়ারম্যান মনিরুজ্জামান স্বাক্ষরিত নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে মো: আনিসুজ্জামান সাজু সভাপতি, মো: আজমুল হাসান রিদয় সাধারণ সম্পাদক ও কামরুজ্জামান কাজলকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি আগামী দুই বছর জন্য অনুমোদন দেয়া হয়৷
২০২৩ সালে প্রতিষ্ঠিত রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং রোগীদের জন্য বিনামূল্যে রক্ত সংগ্রহ ও সরবরাহকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অসংখ্য মানবিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সহ জরুরি রোগীদের রক্ত সরবরাহে তাৎক্ষণিক সহায়তা করে থাকে৷
সংগঠনটির নেতারা জানান, নতুন কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে। আগামী দিনে রক্তদানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও জোর দেওয়া হবে।
জানা গেছে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে রক্ত দান সহ গরীব,দুস্থ, অসহায় মানুষদের মধ্যে মানবিক নানা সহায়তা কার্যক্রম চলিয়ে প্রশংসা কুড়িয়েছে।