দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সমন্বিত বাণিজ্য সুবিধা খাত উন্নয়ন করার লক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর ও শুল্ক স্টেশন পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় (এফটিএ উইং), মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার ও যুগ্ম-সচিব শিবির বিচিত্র বড়ুয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি হিলি স্থলবন্দরে এসে পৌঁছেন।
পরে বন্দরের সম্মেলন কক্ষে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন প্রতিনিধি দলটি। বৈঠকে স্থলবন্দর এবং কাস্টমস স্টেশন সংক্রান্ত কার্যক্রমের ধারণা, বাণিজ্যখাতে গতি বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা।