শিরোনাম
অপুকে গ্রেপ্তারের আগে অপহরণ করে আসিফ-নাহিদের নাম শুনতে চাওয়া হয়: অপুর স্ত্রী রংপুরে শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ, নিধন হলো সব মাছ, ক্ষতির পরিমাণ প্রায় ৫৭ হাজার টাকা। তিস্তার পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে যাচ্ছে রংপুরের বিস্তীর্ণ এলাকা মহিপুরে তিস্তা সেতু রক্ষা বাঁধে ধস, বাড়ছে ভাঙন আতঙ্ক ইসলামী দলগুলোর ঐক্য সহ্য করতে পারছে না চাঁদাবাজরা মেয়াদোত্তীর্ণ কেক খেয়ে শিশু সহ ৫ সাংবাদিক অসুস্থ পাথর উদ্ধারে রাতভর যৌথবাহিনীর অভিযান; ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার তিস্তার পানি বিপৎসীমার উপরে: লালমনিরহাটে পানিবন্দি ১০ হাজার পরিবার সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে চলছে যৌথ বাহিনীর অভিযান সেনা প্রধানের কোন ফেসবুক একাউন্ট নেই: আইএসপিআর
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

আমরা আইয়ামে জাহেলিয়ার যুগে আছি: মোস্তাফিজার রহমান

আবু সায়েম, স্টাফ রিপোর্টার / ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ দলীয় নেতা-কর্মীদের নামে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি।

বিক্ষোভ মিছিলের শেষে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান বলেছেন, যে রুহুল আমিন হাওলাদার শেখ হাসিনার ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে নির্বাচন করেছেন, যে আনিসুল ইসলাম মাহমুদ শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট হয়ে তাঁর ছবি দিয়ে নির্বাচন করেছেন, যে চুন্নু নির্বাচন করেছেন শেখ হাসিনার ছবি লাগিয়ে, তাঁদের দিয়ে জাতীয় পার্টিকে ভাঙার একটি ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি। আজ থেকে ঘোষণা করছি, রংপুর বিভাগে এই দালাল চক্রকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।’

কাদেরসহ দলীয় নেতা-কর্মীদের নামে করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং মব বন্ধের দাবিতে বিক্ষোভ ও সমাবেশে মোস্তাফিজার রহমান এসব কথা বলেন।

মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা আইয়ামে জাহেলিয়ার যুগে আছি। দিনের বেলায় মানুষ কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হচ্ছে। রাতে গাড়িতে লাশ মিলছে। ১২ বছরের শিশু পর্যন্ত জবাই করা হচ্ছে। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

সিলেটের সাদা পাথরকাণ্ডে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগ করা উচিত উল্লেখ করে মোস্তফা বলেন, এ ধরনের অযোগ্য কিছু উপদেষ্টা আজকে এই দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। চর দখলের মতো বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে। একটি পর্যটনকেন্দ্র থেকে ট্রাক দিয়ে হাজার হাজার টন পাথর তুলে নিয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না, আইনশৃঙ্খলা নেই। ড. রিজওয়ানা হাসানের এক সেকেন্ডও ক্ষমতায় থাকা উচিত নয়, দ্রুত তার পদত্যাগ করা উচিত।

বিকেল ৪টার দিকে নগরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রংপুর প্রেসক্লাব, পায়রা চত্বর ও সিটি বাজার ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করা হয়। মিছিল শেষে নগরের সেন্ট্রাল রোডে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নুর কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে মোস্তাফিজার রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা কমিটির আহ্বায়ক আজমল হোসেন, সদস্যসচিব আবদুর রাজ্জাকসহ অন্য নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ