ভারতের জম্মু ও কাশ্মীরের উরিতে নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশের চেষ্টার সময় ভারত ও পাকিস্তানি বাহিনীর মধ্যে বড় ধরনের গুলিবিনিময়ের হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এ সময় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন।
সেনাবাহিনীর এক সূত্রের বরাতে এনডিটিভি বলছে, মঙ্গলবার (১২ আগস্ট) রাতে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশের চেষ্টা করে। ভারতীয় সেনারা তাতে বাঁধা দেয়। এক পর্যায়ে পাকিস্তান বাহিনীর সঙ্গে গুলিবিনিময় শুরু হয় এবং একজন সেনা আহত হয়, পরে তার মৃত্যু হয়। এ সময় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও অনুপ্রবেশকারীরা খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালিয়ে যায়।
তবে ভারতীয় এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অপারেশন সিন্দুরের পাক-ভারত সীমান্ত গত দুই মাস শান্ত ছিল। কিন্তু সম্প্রতি উভয় বাকযুদ্ধ শুরুর পর ফের সীমান্তে উত্তেজনা দেখা দিলো।