রংপুরের কাউনিয়ায় বিষ পান করে মোখলেছুর রহমান(২২) নামের এক মসজিদের মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর পল্লীমারী গ্রামের রফিকুল ইসলামের পুত্র কোরআনের হাফেজ ও মসজিদের মুয়াজ্জিন মোখলেছুর রহমান (২২) স্ত্রীর অভিমান ও পারিবারিক অশান্তির কারণে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে সবার অজান্তে বিষ পান করে নাজিরদহ বানিয়াটারী জামে মসজিদের কাছে একটি গালামালের দোকানের সামনে এসে অসুস্থ্য হয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে দ্রুত এম্বুলেন্স যোগে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওই রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে সাতটার দিকে মুয়াজ্জিন মোখলেছুর রহমান মারা যায়। সে পূর্ব নাজিরদহ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল লতিফ শাহ বলেন লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে