লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম গ্রামে পূর্ব শত্রুতার জেরে ১০৫ ফিট দীর্ঘ একটি প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে একই এলাকার আবদার আলী ও মনজার আলীর পাঁচ ছেলের বিরুদ্ধে।
বুধবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী মনিরুল ইসলামের পরিবারের অভিযোগ, প্রায় ২ মাস ১৫ দিন আগে তারা নিজেদের পৈতৃক সম্পত্তির রাস্তার ধারে ব্যক্তিগত অর্থায়নে প্রাচীরটি নির্মাণ করেন। জমি ও রাস্তা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে আজ ভোরে সাবল ও হাতুড়ি দিয়ে প্রাচীরটি ভেঙে ফেলে অভিযুক্তরা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রাচীর ভাঙার কাজে অংশ নেয় আবদার আলীর ছেলে রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, সেরাফুল ইসলাম এবং মনজার আলীর ছেলে জয়নাল ও ইকরা।
প্রাচীর নির্মাণকারী রাজমিস্ত্রি রাকিবুল ইসলাম বলেন, “এটি শক্ত ভিত্তির ওপর এমনভাবে নির্মাণ করা হয়েছিল যা সাধারণ পানির চাপে ভেঙে ফেলা সম্ভব নয়। একে পরিকল্পিতভাবেই ভেঙে ফেলা হয়েছে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।